গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মানবাধিকার কমিশনের নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৪টায় কালিহাতী উপজেলা পরিষদের পূর্বগেট সংলগ্ন সরকার টাওয়ার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা কমিটির নির্দেশনায়, পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সাংবাদিক ও কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলমকে সভাপতি এবং কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক আনন্দ মোহন দত্তকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কালিহাতী পৌর ক্লিনিক মালিক সমিতির সভাপতি সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ এবং উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় নতুন কমিটির কার্যক্রম, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। শেষে সংগঠনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গৌরাঙ্গ বিশ্বাস,
বিশেষ প্রতিনিধি:
০১৭১২৭২০৭৮৭
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss