শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :

ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় করলে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

ঈদকে সামনে রেখে অতিরিক্ত

 

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

 

ঈদকে সামনে রেখে যে সমস্ত পরিবহণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ দেলোয়ার হোসেন মিয়া।

বুধবার (২৬ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম, গোয়েন্দা নজরদারি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে চন্দ্রা ত্রিমোড় এলাকায় পর্যবেক্ষণ করা হবে। একই সাথে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এর পাশাপাশি বিভিন্ন সংস্থা এক যোগে কাজ করবে।

যাত্রীদের উদ্দেশ্যে হাইওয়ে পুলিশ প্রধান বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকুন। খোলা ট্রাক ও বাসের ছাদে যাত্রীদের ভ্রমণ না করতে ও চালকদের দ্রুত গাড়ি না চালাতে অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডি আইজি আবুল কালম আজাদ,ডি আইজি শফিকুর রহমান, ডি আইজি হাবিবুর রহমান, ডি আইজি রুখফাত সুলতানা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102