
সোহাগ মিয়া, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জে তারেক জিয়া পরিষদের ২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
মোঃ নোমান মিয়াকে আহ্বায়ক, এডভোকেট সাইফুল ইসলামকে জৈষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক ও জুলহাস উদ্দিন রিংকুকে সদস্য সচিব করে ২০ সদস্য বিশিষ্ট তারেক জিয়া পরিষদের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব ইব্রাহিম রাজু স্বাক্ষরিত এ ২০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক কে এম বায়েজিদ বোস্তামী, মোঃ আব্দুল হাই, সাইফুল ইসলাম শাহীন, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ইয়াছিন পায়েল, মোসাদ্দেক হোসেন খোকা, মোঃ অয়তুন মিয়া, মোঃ কাজী ইমদাদুল ইসলাম।
এছাড়াও আহ্বায়ক সদস্যরা হলেন, মোঃ মঈন উদ্দিন মনির, মোঃ ছোঁয়ায় মিয়া, মোঃ সাইফুল ইসলাম লিটন, মোঃ বাবুল মিয়া, মোঃ সাইফুল ইসলাম, মোঃ বাহার উদ্দিন, মোঃ সোহেল মিয়া, মোঃ রাসেল মিয়া (জারু)।
এব্যাপারে সদস্য সচিব জুলহাস উদ্দিন রিংকু জানান, তৃণমূল পর্যায়ে তারেক জিয়া পরিষদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে তারেক জিয়া পরিষদের হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। তিনি কমিটির সফলতা কামনা করেন।