বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) আয়োজিত এই মাহফিলে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ মালিক। সভার সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার রুবেল আহমেদ, সাচনা বাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মোয়াজ্জেম হক স্বপন, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য আলি আক্কাস মুরাদ ও ইকবাল হাসান তালুকদার। এছাড়াও সাবেক ছাত্রনেতা ও আহ্বায়ক বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, নাজিম উদ্দিন, মিসবাহ উদ্দিন রুমি, সমির উদ্দিন, ওয়াহিদুর রহমান, এমদাদুর রহমান হিরন, এডভোকেট শাহীনুর রহমান শাহীন সহ আরও অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মাহফিলটি যৌথভাবে পরিচালনা করেন শহিদুল ইসলাম তালুকদার ও সেরুজ্জামান সেরু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তাজউদ্দীন।
মাহফিলের সার্বিক অর্থায়ন করেন মাহবুবুর রহমান সরকার।বিশেষ অতিথির বক্তব্যে মিসবাহ উদ্দিন রুমি বলেন,"আমাদের জামালগঞ্জ উপজেলা বিএনপিতে ভবিষ্যতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, দেশদ্রোহী কিংবা ভূমিদস্যুর স্থান হবে না। যারা বিগত ১৫ বছর আন্দোলন-সংগ্রামে দিন-রাত কাটিয়েছে, তাদের নেতৃত্বেই আগামী দিনের পথচলা নির্ধারিত হবে ইনশাআল্লাহ।"
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss