বেরোবিতে গংগাচড়া উপজেলা ছাত্র কল্যাণ সমিতির,নেতৃত্বে আব্দুল মোন্নাফ ও আশিকুর রহমান
বেরোবি প্রতিনিধি : মাসরিকুল হাসান সোহেল
বেরোবিতে ,গংগাচড়া উপজেলা ছাত্র কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) সন্ধ্যা ৭ টায় কমিটি ঘোষণা করেছেন।
উক্ত কমিটিতে
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন,আব্দুল মোন্নাফ (রসায়ন বিভাগ ১২ তম ব্যাচ), সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, আশিকুর রহমান (পরিসংখ্যান বিভাগ ১৩ তম ব্যাচ)।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, হারুন-অর-রশিদ(মার্কেটিং ১২ তম ব্যাচ), রেমি খাতুন (রসায়ন ১২ তম ব্যাচ)
যুগ্ম সাধারণ সম্পাদক, আফরিন লিজা (ই ই ই),সাংগঠনিক সম্পাদক, আদনান সাকিব (রসায়ন ১৪ তম ব্যাচ)
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন , তপন রায়(ই ই ই),দুলাল চন্দ্র রায়(সি এস,ই), মনিরুজ্জামান ( পোল),সাগর আহমেদ (এফ এন্ড বি), রাজিমুল ইসলাম রাজিব (এমসিজে),
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, ওমর ফারুক (এ আই এস),সিয়াম হোসেন এফ এন্ড বি),দেলোয়ার হোসেন সুজন(ডি এস এম),মীম আক্তার (ই কো)
কোষাধাক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন, মেহেদী হাসান মন( এম আই এস),
প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, মাসরিকুল হাসান সোহেল ( এমসিজে),ক্রীড়া সম্পাদক, রাকিব মিয়া (সি এস ই), সাংস্কৃতিক সম্পাদক, আতিকুল ইসলাম ( পরিসংখ্যান), দপ্তর সম্পাদক, সোহেল রানা (পরিসংখ্যান)।
সভাপতি এর বক্তব্যে আব্দুল মোন্নাফ বলেছেন,
আজকের এই মাহেন্দ্রক্ষণে, নতুন দায়িত্ব গ্রহণের মুহূর্তে আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।।
এই দায়িত্ব শুধুমাত্র একটি পদ নয়; বরং এটি একটি বড় দায়িত্ব, একটি অঙ্গীকার। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সবার কল্যাণে কাজ করে যাবো এবং আমাদের প্রতিষ্ঠান/সংগঠনের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবো।
সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। তাই, আসুন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি, আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাই, এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss