টাঙ্গাইলের ধনবাড়ীতে ধর্ষণের চেষ্টা মামলায় একজনকে আটক করে ধনবাড়ী থানা পুলিশ বৃহস্পতিবার (২০ মার্চ) আসামিকে টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ জানান ধনবাড়ী জদুনাথপুর ইউনিয়নের উখারিয়াবাড়ির এক গৃহবধুর (বয়স ২৬)অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ মার্চ) মোঃ রাহিম (৩০)পিতা মোঃ হাবিবুর রহমান সাং উখারিয়াবাড়ি নামের এক আসামিকে গ্রেফতার করে টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাদীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা যাহা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০২০ এর ৯ (৪) (খ) ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে জানা যায় ঘটনা সংঘটিত হয়েছে গত শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বাদীর স্বামীর বাড়ি সংলগ্ন স্বামীর অনুপস্থিতির সুযোগে ভুট্টার জমিতে।
বাদী দীর্ঘ সময় পর এজাহার দায়ের কারণ হিসেবে আসামি কর্তৃক স্থানীয় লোকজন মারফত কোনরকম আপোষ মীমাংসা না করা কে উল্লেখ করেছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss