চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১৯ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ০২:১০ ঘটিকায় চিলমারী থানাধীন ৩ নং থানাহাট ইউনিয়নের বড় কোষ্টারী এলাকা থেকে চিলমারী থানাধীন রমনা গুড়াতি পাড়া এলাকার মাদক কারবারি মোঃ হালিম বাদশা (৩৮), বহরের ভিটা এলাকার মোঃ রেজাউল করিম (২৮), রাজার ভিটা এলাকার মোঃ রায়হান মিয়া (২২) ও সবুজ পাড়া এলাকার মোঃ মহেদী হাসান চৌধুরী (৩৩) দেরকে ৫২ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন বলেন চিলমারী থানা এলাকায় ৫২ পিস ইয়াবা সহ ৪ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ । উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss