মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার প্রধান আসামি বিষ্ণু চন্দ্র রায় (২৬) কে কুড়িগ্রাম সদর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
মঙ্গলবার (১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম।
গ্রেপ্তার হওয়া বিষ্ণু চন্দ্র রায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ মুশরত মদাতী এলাকার শ্রী মানিক চন্দ্রের ছেলে।
র্যাব জানায়, ২০২৪ সালের ৭ জানুয়ারি বিষ্ণুর বড় ভাইয়ের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিষ্ণু চন্দ্র রায় তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ভুক্তভোগী তার বাবার বাড়িতে চলে যান। পরে, ৫ জুলাই সকাল ১০টার দিকে বিষ্ণু ও তার কয়েকজন বন্ধু সহ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলে কুড়িগ্রাম সদর উপজেলার একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে লালমনিরহাটের হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি র্যাব-১৩, রংপুর, সিপিএসসি ক্যাম্পের নজরে এলে তারা সোমবার বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম সদর থানাধীন সদর হাসপাতাল পাড়ার প্রতিবন্ধী স্কুলের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে এবং এজাহারনামীয় প্রধান আসামি বিষ্ণু চন্দ্র রায়কে গ্রেপ্তার করে।
ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss