বেরোবি প্রতিনিধি :মাসরিকুল হাসান সোহেল
বেরোবিতে , সাতক্ষীরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ ২০২৫) বিকাল ৪ টায় কমিটি ঘোষণা করেছেন।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন (ফাইন্যান্স এন্ড ব্যাংকিং) বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী হাসান আলী এবংসাধারণ সম্পাদক (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান)বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।নবনির্বাচিত কমিটির সকলের জন্য রইলো শুভকামনা।
সভাপতি বক্তব্যে হাসান আলী বলেছেন,দায়িত্ব আসলে অনেক বড় জিনিস, তবে আমি কাজ করতে ভালোবাসি । কাজ করার সুযোগ পেয়েছি, তাই কাজ করে যেতে চাই।সাতক্ষীরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বেরোবিকে দক্ষ, শক্তিশালী, বেগবান এবং সুষ্ঠু নেতৃত্ব চর্চার মাধ্যমে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য।আশা রাখি সকলের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে সেটি সামনের দিনগুলোতে আরো শক্তিশালী হবে সেই লক্ষ্য ইনশাআল্লাহ কাজ করে যাবো।