রায়পুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর ইফতার
আরিফ হোসেন রুদ্র
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে গুহা কনভেনশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ই মার্চ(রবিবার) উপজেলা জামায়েতের আমির নাজমুল হুদা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জামায়েতে ইসলামের নায়েবে আমিরএড.নজির আহমদ।
আরও উপস্থিত ছিলেন,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ফারুক হোসেন নুর নবী, পৌর জামায়েতের আমীর ফজলুল করিম,উপজেলা প্রচার সম্পাদক নিজাম উদ্দীন,পৌর নায়েবে আমির এড.কামাল উদ্দীন,আনোয়ার হোসেন,আবুল কাশেম,ইউছুফ জামাল,এড.আবদুল আউয়াল রাসেল,হাবিবুর রহমান সবুজ,এড.নজির আহামদ,সাইয়েদ নাজমুল প্রমুখ ।
এতে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত দিনে ফ্যাসিবাদী হাসিনা সরকার আমাদের নেতাকর্মীদের বাড়ি ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ধংস করে দিয়েছেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। জামায়াতের নেতা কর্মীরা সজাগ থাকার আহবান জানান।বক্তব্যের শেষে দেশের জনগণের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
আরিফ হোসেন রুদ্র রায়পুর প্রতিনিধি
০১৭২৩৫২৯২২৪
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss