মো,সহিদ মিয়া :
৫ অগাস্ট ছাত্র জনতার যৌথ গণঅভ্যুত্থানের পরে, রাজনৈতিক দল বি এন পি দলটি আবার যেন প্রাণ ফিরে পেলো, দীর্ঘ ১৬ বৎসর আওয়ামী লীগের ধারা অত্যাচার অনাছার মামলা হামলা খুন গুম নির্যাতনে নিষ্পেষিত ওই দলটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই দল টা বিগত ৫ অগাস্ট এর পরে বিএনপি'র অঙ্গসংগঠনের রাজনীতিবিদ যারা ছিলেন জেল যুলুমে শিকার হলেন তারা, শুভাকাঙ্ক্ষীদের দিকে বা দেশের কল্যাণের দিকে তাকিয়ে ৭তারিখ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেন।
কিন্তু যারা বিভিন্ন দলের সাথে কৌশলে একাত্মতা পোষণ করে লেজুরবৃত্তি রাজনৈতি করছেন তারাও সেখানে যোগদান করেন,সেখানে অনেক আলোচনা করেন নীতি নির্ধারক গণে কে শুনে কার কথা, পাগল পারা হয়ে উঠলো বি এন পির অধিকাংশ নেতা কর্মীগণ খাই-খাই স্বভাবে মত্ত হয়ে পড়ছে,মানেনা কেন্দ্রের কোনো নির্দেশ,চাদাবাজী টেন্ডারবাজি দখলদারিত্ব,অরাজকতা,চোরা চালান, দালালী হাট বাজারের ইজারা সহ সুইসাগার পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়েছে, সাথে রাখছে আওয়ামী লীগের মাঝারি ও ছোট মানের নেতা কর্মী গণ মাঝে মধ্যে এমন কিছু অপকর্মের ঘটনা ফেইসবুকে ভেসে বেড়ায় যা পূর্বে আওয়ামী লীগ ও করেনি, আবার বিগত ১৬বৎসরের অনাহারে থাকা এ-ই দলটি নেতা কর্মীদের স্বপক্ষে প্রশাসনকে আওতাভুক্ত করতে পারলেই তারা সফল মনে করেন। এর জন্য তারাতাড়ি নির্বাচনের দরকার মনে করেন, কিন্তু দিন দিন উন্নতির অপেক্ষা অবনতির আশঙ্কাও দেখা দিয়েছে, নীতি নির্ধারকরা সামলাতে পারছেন না, মাঠ পর্যায়ের কর্মীদের কে স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে, আবার আওয়ামী লীগের সাথে যারা আড়ালে থেকে ব্যবসা বাণিজ্য করছেন, তারা আওয়ামী লীগের জন্য মায়াকান্নায় মগ্ন হয়ে পরেছেন, তবে যারা বিএনপি পক্ষের নিবেদিত প্রাণ তারা চায় নির্বাচনের আগে সংস্কার হোক তারা আবার ছাত্র জনতার বিরুদ্ধে কোনো কথা বলেন না,
আমি অনেক ভিডিও দেখেছি জনাব তারেক রহমান সাহেব এর, তিনি সব সময় বলছেন আপনারা সাবধানে চলা ফেরা করেন, চাঁদাবাজি দখলদারি সন্ত্রাসী করলে আমার বি এন পি তে স্থান পাবেন না, কে শুনে কার কথা,গত কিছুদিন আগে সেই গুম হওয়া ইলিয়াস আলী সাহেব এর সহধর্মিনী রুশদী একটি সেমিনারে উম্মুক্ত ভাষায় বলেন আপনারা কে কি করছেন আমরা ভালো ভাবে জানি আমাদের দুর্দিনে আপনারা কোথায় ছিলেন ব্যানার ধরার লোক পাইনি আজকে সেমিনারে এসে সামনের সারিতে বসেন এমন করতে পারবেন না।
এ ভাবে অনেক সময় অনেক নেতা কর্মীরা বলে তাকেন নতুন দল সি বি পি পাটির বেলায় যারা এই নতুন দল করলেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা তারা হলে নাহিদ, সারজিস, হাসনাত মাহফুজ,তাবাসসুম আব্দুল কাদির,নাসির উদ্দিন পাটুয়ারী, জাকির, আসিফ মাহমুদ , তাদের নতুন দলে সারা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে বিগত ২৮ফেব্রুয়ারিতে ঢাকায় শুক্রবার একটি সেমিনার করেন নতুন দল এর আত্মপ্রকাশের জন্য যেখানে আনুষ্ঠানে ১০০০০হাজার মানুষের কথা ধারনা করা হলো সেই জায়গায় লক্ষ্য মানুষের চেয়েও বেশি অংশ গ্রহণ করেন,এসব দেখে বি এন পির নেতা কর্মী দের আর তেলে বেগুনে জ্বলে উঠলেন।
আবার আশ্চর্যের বিষয় দলের নাম ঘোষণা করেন ৫ আগষ্টের শহীদ হওয়া সেই ইসমাইল হোসেন রাব্বির আপন বড় বোন সেই পবিত্র মুখে দলের নাম ঘোষণা করেন (সি বি পি) ধারণা করা যায় যে ভাবে ছাত্ররা পরিকল্পিতভাবে সংগঠনে কাজ করছে আগামীতে তারাই সরকার গঠন করবে এখন আসি জামাতের বেপারে সাংগঠনিক ভাবে বাংলাদেশের ভিতরে এতো শক্তি সঞ্চয় কারি বাংলাদেশে রাজনৈতিক দলের মধ্যে আর নেই,বিগত সেই ফ্যাসিস্ট আওয়ামীলীগের শাসন আমলে অনেক নির্যাতন করছে জামাতকে, অসংখ্য নেতা কর্মীকে মানসিক ভাবে নির্যাতন করছে উল্লেখ যোগ্য কয়েকজন নেতাকে ফাঁসির দণ্ড কার্যকর করেছে:
1. আব্দুল কাদের মোল্লা – ২০১৩ সালে ফাঁসি কার্যকর
.2. মোহাম্মদ কামারুজ্জামান – ২০১৫ সালে ফাঁসি
3. আলী আহসান মোহাম্মদ মুজাহিদ – ২০১৫ সালে ফাঁসি
4. সালাউদ্দিন কাদের চৌধুরী – ২০১৫ সালে ফাঁসি
5. মীর কাসেম আলী – ২০১৬ সালে ফাঁসী
এবং কোরানের পাখি নামক খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কে পরিকল্পিত ভাবে জেলের ভিতর মারা হয়েছে সব মিলেয়ে ছাত্রদের দল ও জামাত দল পাশা-পাশি গণসঙ্গতি আন্দোলন এ বি পার্টি সহ অনেক গুলি দল একত্রিত হয়ে বিএনপি'র বিরুদ্ধে অবস্থান করবে বলে ধারণা করা যায়।
তবে আমার মনে হয় নির্বাচন হবে এক ব্যালট পেপার দুইটি মার্কায় একটা হলো বি এন পি সমমনা কয়েকটি দলের অন্য একটা জোট জামাত ছাত্রদের দল সহ সমমনা কয়েকটি দলে নিয়ে একটা জোট তবে আশা করি দুই এক বছরের ভিতরে নির্বাচন হবে লক্ষনীয় বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের কিছু দুর্বলতার জন্য বিএনপি আরো অগ্রসর হচ্ছে কারণ সশস্ত্র বাহিনীর প্রধান প্রধান জায়গায় গাপটি মারি বসে আছি তাদেরকে সংস্করণ করা প্রথমেই এই কাজ ছিলো।
তবেই বিভিন্নভাবে আনসার বাহিনী ভাইস চেয়ারম্যান বাহিনী পরিবহন বাহিনী সহ বিভিন্ন ভাবে প্রধান উপদেষ্টা কার্যালয়ে আসার সাহস বেদনা আরো এরকম অনেক ব্যর্থতা এই সরকার রয়েছে এখন পর্যন্ত সেই ১৪/১৮ এবং ২৪এর সিইসি কে গ্রেপ্তার করতে পারবোনা এরকম অনেক কিছু তুলে এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ প্রমাণ করে বিএনপি নির্বাচন চায় তবে ভিতরে ভিতরে বিএনপি ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss