খুলনা ব্যুরো:
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর সহায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের প্রতিষ্ঠিত পোশাক ব্র্যান্ড ইনফিনিটি, রিচম্যান, লুবনান এর পরিচালক মো. মনিরুল হক খান।
সোমবার নাসিবের মিডিয়া এন্ড প্রটোকল অফিসার জুলফিকার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসকের বর্ধিত মেয়াদ গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ ইং উচ্চ আদালতের আদেশে স্থগিত হওয়ার পর এখনো কোনো প্রশাসক নিয়োগ করা হয়নি। ফলে সৃষ্টি হয়েছে অচল অবস্থা। এ পরিস্থিতিতে নাসিবের প্রশাসনিক কার্যক্রম এবং কার্যনির্বাহী কমিটি’র নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নাসিবের সহায়ক কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। গত বছরের ২০ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, প্রশাসক সুব্রত কুমার দে বাণিজ্য সংগঠন আইন ১৮-এর উপধারা (২)(ক) -এ প্রদত্ত ক্ষমতাবলে মনিরুল হক খানকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি সহায়ক কমিটি গঠন করেন। নতুন প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত অথবা কার্যনির্বাহী কমিটি না আসা পর্যন্ত নাসিবের সার্বিক কার্যক্রম উক্ত সহায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ময়মনসিংহের মোহনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মো. আব্দুল হামিদ, রাজশাহী সিল্ক গার্মেন্টসের স্বত্বাধিকারী মো. সফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স সাত্তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী হাজী আব্দুস সাত্তার, জামালপুরের এম কে এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. খলিলুর রহমান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss