কবির আকন্দ,শ্রীপুর-গাজীপুর :
৫ মার্চ-২০২৫ বুধবার রাতে নিজের ফেসবুকের আইডিতে স্ত্রীর উদ্দেশ্যে স্ট্যাটাস দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন সৌরভ হাসান দিপু (২০)নামের এক যুবক। ৬ মার্চ-২০২৫ বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ ঘরে ফাঁসিতে ঝুলে সৌরভ আত্মহত্যা করে। ঐ ফেসবুক স্ট্যাটাসে সে লিখেঃ
"সাধের জীবন নষ্ট করলাম, শুধু তোর জন্য। তুই ভালো থাক। দোয়া করি আল্লাহ তোরে অনেক ভালো রাখুক। হয়তো আর কোনো দিন প্রোফাইল চেঞ্জ করবো না। ভালো থাকুক সবাই।" আল্লাহ হাফেজ। "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন "শেষ পিক। সৌরভ মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের শাহীন মিয়ার ছেলে।
সৌরভের প্রতিবেশি পাভেল বলেন ফেসবুকে তার এই পোস্ট দেখে লোকজন তার বাড়িতে বিষয়টি জানায়।এই বিষয়টি জেনে তার ভাই সিফাত দৌড়ে গিয়ে সৌরভের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পায়। বাহির থেকে ডাকাডাকি করেও কোনো সারা শব্দ না পেয়ে পাশের টিনশেড ঘর থেকে দেখতে পায় সৌরভ ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পরে ঘরের দরজা ভেঙ্গে করে তার মরদেহ নামিয়ে রাখেন তার স্বজনেরা। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবদীন মন্ডল বলেন ওই মরদেহ উদ্ধার করে আমরা ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
ঘটনার কারণ হিসেবে জানা গেছে -সৌরভ একই গ্রামের জাহাঙ্গীরের মেয়ে তারিন আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ে করে।বিষয়টি মেয়ের পরিবার পক্ষ মেনে নেয়নি। মেয়ে পক্ষ আইনগত প্রক্রিয়ায় সৌরভের স্ত্রীকে তার কাছ থেকে নিয়ে যায়। এটা সৌরভ মেনে নিতে পারেনি।তাই সে আত্মহত্যা করে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss