রাজশাহী, ৭ মার্চ ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ভর্তিচ্ছুরা তাদের প্রথম পছন্দের পরীক্ষাকেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘এ’ এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ২:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত চলবে। অন্যদিকে, ‘বি’ ইউনিটের পরীক্ষা এক শিফটেই অনুষ্ঠিত হবে, যা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে। তবে আগেই ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্র বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার্থীদের জন্য নতুন রোল নম্বরসহ নতুন প্রবেশপত্র শিগগিরই প্রকাশ করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার্থীদের সঠিক নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে এবং সকলের সহযোগিতা কামনা করেছে।
Hlathoaicha Chak
Ru correspondent
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss