বি এন পি কেন নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠলো  – dainikprothombarta    
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত নওগার মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা। রাজশাহীতে তারেক রহমান নির্বাচনী সম্মেলন কি প্রতিশ্রুতি দিলেন সাভার আশুলিয়া সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মান্দায় আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা। দোয়ারাবাজারে সুনামগঞ্জের ডিসির বক্তব্য নিয়ে আপত্তি তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর বিএনপির প্রার্থী নির্বাচনী প্রচারণা বিভিন্ন ইউনিয়নে  নওগাঁর মান্দায় দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ঘাটাইলে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

বি এন পি কেন নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠলো 

  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১২৮ Time View

 

মো,সহিদ মিয়া

৫ অগাস্ট ছাত্র জনতার যৌথ গণঅভ্যুত্থানের পরে, রাজনৈতিক দল বি এন পি দলটি আবার যেন প্রাণ ফিরে পেলো দীর্ঘ ১৬ বৎসর আওয়ামী লীগের ধারায় অত্যাচার অনাছার মামলা হামলা খুন গুম নির্যাতনে নিষ্পেষিত ওই দলটি

 

ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই দল টা বিগত ৫ অগাস্ট এর পরে বিএনপি’র অঙ্গসংগঠনের রাজনীতিবিদ যারা ছিলেন জেল যুলুমে শিকার হলেন তারা, শুভাকাঙ্ক্ষীদের দিকে বা দেশের কল্যাণের দিকে তাকিয়ে ৭তারিখ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেন, কিন্তু যারা বিভিন্ন দলের সাথে কৌশলে একাত্মতা পোষণ করে লেজুরবৃত্তি রাজনৈতি করছেন তারাও সেখানে যোগদান করেন,সেখানে অনেক আলোচনা করেন নীতি নির্ধারক গণে কে শুনে কার কথা পাগল পারা হয়ে উঠলো বি এন পির অধিকাংশ নেতা কর্মী গণ

 

খাই-খাই স্বভাবে মত্ত হয়ে পড়ছে,মানেনা কেন্দ্রের কোনো নির্দেশ,চাদাবাজী টেন্ডারবাজি দখলদারিত্ব,অরাজকতা,চোরাচালান, দালালী হাট বাজারের ইজারা সহ সুইসাগার পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়েছে, সাথে রাখছে আওয়ামী লীগের মাঝারি ও ছোট মানের নেতা কর্মী গণ মাঝে মধ্যে এমন কিছু অপকর্মের ঘটনা ফেইসবুকে ভেসে বেড়ায় যা পূর্বে আওয়ামী লীগ ও করেনি,

 

আবার বিগত ১৬বৎসরের অনাহারে থাকা এ-ই দলটি নেতা কর্মীদের স্বপক্ষে প্রশাসনকে আওতাভুক্ত করতে পারলেই তারা সফল মনে করেন এর জন্য তারাতাড়ি নির্বাচনের দরকার মনে করেন, কিন্তু দিন দিন উন্নতির অপেক্ষা অবনতির আশঙ্কাও দেখা দিয়েছে, নীতি নির্ধারকরা সামলাতে পারছেন না, তাদের কর্মীদের কে

 

স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে, আবার আওয়ামী লীগের সাথে যারা আড়ালে থেকে ব্যবসা বাণিজ্য করছেন তারা আওয়ামী লীগের জন্য মায়াকান্নায় মগ্ন হয়ে পরেছেন, তবে যারা বিএনপি পক্ষের নিবেদিত প্রাণ তারা চায় নির্বাচনের আগে সংস্কার হোক তারা আবার ছাত্র জনতার বিরুদ্ধে কোনো কথা বলেন না,

আমি অনেক ভিডিও দেখেছি জনাব তারেক রহমান সাহেব এর, তিনি সব সময় বলছেন আপনারা সাবধানে চলা ফেরা করেন চাঁদাবাজি দখলদারি সন্ত্রাসী করলে আমার বি এন পি তে স্থান পাবেন না,

 

কে শুনে কার কথা,গত কিছুদিন আগে সেই গুম হওয়া ইলিয়াস আলী সাহেব এর সহধর্মিনী রুশদী একটি সেমিনার উম্মুক্ত ভাষায়৷ বলেন আপনারা কে কি করছেন আমরা ভালো ভাবে জানি আমাদের দুর্দিনে আপনারা কোথায় ছিলেন ব্যানার ধরার লোক পাইনি আজকে সেমিনারে এসে সামনের সারিতে বসেন এমন করতে পারবেন না,

 

এ ভাবে অনেক সময় অনেক নেতা কর্মীরা বলে তাকেন নতুন দল সি পি বি পাটির বেলায় যারা এই নতুন দল করলেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা তারা হলে

 

নাহিদ, সারজিস, হাসনাত মাহফুজ,তাবাসসুম আব্দুল কাদির, পাটুয়ারী জাকির, আসিফ, তাদের নতুন দলে সারা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে বিগত ২৮ফেব্রুয়ারিতে ঢাকায় শুক্রবার একটি সেমিনার করেন নতুন দল এর আত্মপ্রকাশের জন্য যেখানে আনুষ্ঠানিক ১০০০০হাজার মানুষের কথা সেই জায়গায় লক্ষ্য মানুষের চেয়েও বেশি অংশ গ্রহণ করেন,

 

দলের নাম ঘোষণা করেন ৫ আগস্ট শহীদ হওয়া সেই ইসমাইল হোসেন রাব্বির আপন বড় বোনে সেই পবিত্র মুখে দলের নাম (সি বি পি) ধারণা করা যায় যে ভাবে ছাত্রদের সংগঠনে কাজ করছে আগামীতে তারাই সরকার গঠন করবে

 

এখন আসি জামাতের বেপারে সাংগঠনিক ভাবে বাংলাদেশের ভিতরে এতো শক্তি সঞ্চয় কারি বাংলাদেশে রাজনৈতিক দলের মধ্যে আর নেই,বিগত সেই আওয়ামী লীগের শাসন আমলে অনেক নির্যাতন করছে জামাতকে, অসংখ্য নেতা কর্মীকে মানসিকভাবে ভাবে নির্যাতন করছে উল্লেখ যোগ্য কয়েকজন

ব্যক্তিদের ফাঁসির দণ্ড কার্যকর করেছে:

1. আব্দুল কাদের মোল্লা – ২০১৩ সালে ফাঁসি কার্যকর

 

.2. মোহাম্মদ কামারুজ্জামান – ২০১৫ সালে ফাঁসি

3. আলী আহসান মোহাম্মদ মুজাহিদ – ২০১৫ সালে ফাঁসি

4. সালাউদ্দিন কাদের চৌধুরী – ২০১৫ সালে ফাঁসি

5. মীর কাসেম আলী – ২০১৬ সালে ফাঁসী

এবং কোরানের পাখি নামক খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাহেব কে পরিকল্পিত ভাবে জেলের ভিতর মারা হয়েছে সব মিলেয়ে ছাত্রদের দল ও জামাত দল পাশাপাশি গণসঙ্গতি আন্দোলন এ বি পার্টি সহ অনেক গুলি দল একত্রিত হয়ে বিএনপি’র বিরুদ্ধে অবস্থান করবে তবে আমার মনে হয় নির্বাচন হয়ে এক ব্যালট পেপার দুইটি মার্কা একটা হলো বি এন পি সমমনা কয়েকটি দলে একটা জোট আর জামার ও ছাত্রদের দল সহ সমমনা কয়েকটি দলে নিয়ে একটা জোট তবে আশা করি দুই এক বছরের ভিতরে নির্বাচন হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102