কবির আকন্দ(শ্রীপুর প্রতিনিধ):
গাজীপুর জেলার শ্রীপুরের আল আরাফ হাসপাতাল রোগীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। কারণ শ্রীপুর উপজেলা সদরে রেলগেটের পূর্ব পাশে এটি একমাত্র হাসপাতাল যেটি রোগীদের জন্য আলাউদ্দিনের চেরাগের মতো। কেননা শ্রীপুর রেলগেট এর পূর্ব পাশের জরুরি রোগীরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেলগেটের যানজটের কারণে যথাসময় পৌছতে পারে না। অনেক মুমূর্ষু রোগীকে নিয়ে তার স্বজনদেরকে রেলগেটে রেল স্টপিজের জন্য কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। রেল ক্রসিং না থাকলেও অস্বাভাবিক যানজটের কারণে রোগীদেরকে নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছতে কমপক্ষে আধা ঘন্টা সময় এমনিতে লেগে যায়। এতে করে অনেক মুমূর্ষ রোগী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছার আগেই বিনা চিকিৎসায় মারা যায়। এই সমস্যার বিপরীতে বিশেষ করে গোসিংগা ইউনিয়নের পটকা,নতুন পটকা,বাউলী,খিলপাড়া, গাজিয়ারন,পাঁচলটিয়া,পেলাইদ, উত্তর পেলাইদ,বরামা,লতিফপুর, খোজেখানী,মাটিয়াগাড়া,হায়াতখার চালা, নারায়ণপুর সহ কাপাসিয়া উপজেলা সিংহশ্রী, ভূলেশ্বর,দরদরিয়া,দ্বিগধা,আমরাইদ সহ আরো অনেক গ্রামবাসীর জন্য এই হাসপাতাল চিকিৎসার একটি অভয়ারণ্য।এই সকল এলাকার রোগীরা অতি সহজেই যানজটবিহীন অতি অল্প সময়ে এই হাসপাতালে পৌঁছতে পারেন এবং সহজেই তাদের প্রাণ রক্ষা পায়।এখানে প্রতিদিন দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ থেকে একজন করে বিশেষজ্ঞ ডাক্তার আসেন।পরীক্ষা নিরীক্ষার জন্য রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ল্যাব।এখানে জরুরী প্রয়োজনীয় ১২ চ্যানেল ইসিজি সহ সকল পরীক্ষার ব্যবস্থা বিদ্যমান। এই হাসপাতালের বিশেষত্ব: হলো এটি সমগ্র শ্রীপুর উপজেলার একমাত্র হাসপাতাল যেখানে বিভিন্ন প্রকার থেরাপী দেওয়া হয়। থেরাপির জন্য সমগ্র শ্রীপুর উপজেলার সকল রোগীদের এই হাসপাতালই একমাত্র ভরসা জায়গা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss