হাসিনুজ্জামান মিন্টু
রানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি:-
রাণীশংকৈলে আলোচিত হত্যা নেকমরদ মতিন মার্কেট মসজিদের ইমাম খাইরুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে ১:ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৪ টায় রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজার চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী শাহিনুর বেগম, মেয়ে খাদিজাতুল কোবরা, নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাজালাল জুয়েল , বিএনপি নেতা সোহেল রানা, নেকমরদ ইউনিয়ন যুবদলের নেতা কাউসার হাবিব , নিহতের হিতা কানখি দবিরুল ইসলাম, নেকমরদ বড় মসজিদের ইমাম সাইদুর রহমান, নিহতের ভাতিজা সোহেল রানা, ভাগিনা মাইনুল ইসলাম সহ স্থানীয়রা।
উল্লেখ্য, গত শনিবার (১ মার্চ ) সকালে রাণীশংকৈলে উপজেলার নেকমরদ দুর্লভপুর বামনবাড়ী এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা মসজিদের ইমামের লাশ উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ। নিহত ব্যক্তি মসজিদের ইমামতির পাশাপাশি বামন বাড়ি শামসুদ্দিনের মিলে নৈশপ্রহরীর কাজ করতেন। হত্যার ৬দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রশাসন সূত্রে যায় খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss