বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)দর্শন বিভাগের ছাত্রকল্যাণ সমিতির -২০২৫ কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ৩টায় সংগঠনটির কার্যনির্বাহী কমিটির গঠিত হয়।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফতেখার ইসলাম সায়েম এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী পিয়াল হাসান তনয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ২৫০৫ নম্বর কক্ষে দুপুর ৩ টায় কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির আলাদা আলাদা পদের জন্য কোন দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় কমিটির সকল সদস্য জয় লাভ করে।বেলা ৪ টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বিভাগটির চেয়ারম্যান। ঘোষণাকালে দিকনির্দেশনা ও সার্বিক বিষয়ে বক্তব্য প্রদান করেন বিভাগের শিক্ষকমন্ডলী।
অন্যান্য পদে সদস্যরা হলেন- সহ সভাপতি : সুরাইয়া খাতুন , সহ-সাধারণ সম্পাদক : মিল্টন,সাংগঠনিক সম্পাদক : আনোয়ার,কোষাধ্যক্ষ : আব্দুর রহমান রনি, প্রচার সম্পাদক : নাজমুল হুদা জীম,দপ্তর সম্পাদক : তাহমিদ, ক্রীড়া সম্পাদক : মনির
,সাংস্কৃতিক সম্পাদক : জান্নাত আরা রাফিয়া এবং শিক্ষা বিষয়ক সম্পাদক : রাহাদ।
নব নির্বাচিত সভাপতি বলেন:আমার প্রত্যশা দর্শন বিভাগের সকল শিক্ষার্থীরা তাদের মেধা, মনন, পরিশ্রম দিয়ে এই বিভাগকে রোল মডেলে পরিণত করতে বদ্ধ পরিকর হবে, সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড,সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবে। দর্শন বিভাগ ছাত্র কল্যাণ সমিতি সবসময় ছাত্র ছাত্রীদের কল্যাণে কাজ করে গেছে ভবিষ্যতেও করবে৷ নবনির্বাচিত সবাইকে নিয়ে সমিতি আরো এগিয়ে যাবে সামনের দিনগুলোতে।আমি সকলের একান্ত দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করছি।’
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss