পাইকগাছা উপজেলা প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:
পাইকগাছার লস্করের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। ইউনিয়ন উন্নয়ন সহয়তা তহবিলের আওতায় বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মাঝে আম,কদবেল,লেবুসহ বিভিন্ন জাতের ফলজ চারাগাছ বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা'র সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জি,এম জাকারিয়া। এ আরোও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনারুল কাদির, হাবিবুর রহমান হবি মোল্লা, মিজান গাজী, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য এসএম মোফাজ্জেল হোসেন, অরুণা বেগম, হাসানুজ্জামান, জিএম তাজউদ্দীন, শরিফুল ইসলাম লিটন, মর্জিনা বেগম, রফিকুল ইসলাম, অঞ্জলি ঢালী, অরবিন্দু কুমার মন্ডল ও দিলীপ কুমার মন্ডলসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss