মো,সহিদ মিয়া।
সুনামগঞ্জের সদর উপজেলার মোহনপুর ইউনিয়ণের ৭নম্বর ওয়ার্ডের বানীপুর,বর্মাউওর, গ্রামের রাস্তা দেখলে মনে হয় বাংলাদেশের ভৌগলিক সীমানার ভিতরেই নয়, এ-ই দুটি গ্রাম, সুনামগঞ্জের সদর উপজেলার আব্দুজহুর সেতুর পশ্চিমে সুরমা নদীর পাড়ে, অবস্থানরত গৌরাঙ্গ ইউনিয়নের সংলগ্ন, মোহনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড উজান রামনগর, রহমাতপুর গ্রামের রাস্তা পাকা হয়ে ৮ ওয়ার্ডের নৌকাকালি মুড়ারবন্দ এসে সম্পন্ন হয়েছে, কিন্তু এই ওয়ার্ডের রাশনগর থেকে ভাটি রামনগর মাত্র সারে ৩ কিলোমিটার রাস্তা মাটির, এই রাস্তায় বিগত ৬ বৎসরের ভিতরে কোনো মাটি পড়েনি দিন দিন উন্নতির বদলে শুধু অবনতি ঘটছে, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বিগত ৬ বছর আগে কিছু মাটি দেওয়া হয়েছিল এর পরে এখন পর্যন্ত এক ফুট মাটি পর্যন্ত পড়ে নাই, নদী ভাঙ্গন রোধের নামে কিছু বালু বর্তী বস্তা দিয়ে টেন্ডার বাজিরা হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা, এখন হেমন্ত বা শীতকালে যদিও মাটির রাস্তায় অটোরিকশা বা মোটরসাইকেলে চলে ফেরা করছেন সাধারণ জনতা, তবে বসন্ত কালে কোন প্রকার বৃষ্টি হলে, রাস্তা কাদায় ডুব্বুর হয়ে যায়, বেঘাত ঘটে পশ্চিমের জামালগঞ্জ উপজেলার বাকী মিনিমাম ১২গ্রামের মানুষের যাতায়াত, যেমন নুরপুর, সুজাত পুর,হরিপুর রামনগর,শরিফ পুর, সুকদেবপুর,রাঙ্গামাটিয়া, রাধানগর,ব্রাহ্মণ গাও,সহ জামালগঞ্জ উপজেলার অনেক গুলি গ্রামের জনসাধারণের যে রাস্তায় প্রতিদিন হাজার হাজার জনতার যাতায়াত করার কথা স্বল্প খরছে বা স্বল্প সময়ে,সুরমা নদীর পাড়ের রাস্তা দিকে,সে দিকে সরকারের বিন্দুমাত্র দৃষ্টি নেই,বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই এলাকা বাসী কয়েক বার মানববন্ধন কর্মসূচি পালন করেছি, সেই সুবাদে কিছু জায়গা পাকাকরণ হয় যেমন ইনাতনগর থেকে মুড়ারবন্দ পর্যন্ত আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বসন্তকালের ভিতরে ওই রাস্তাটি করে দিবেন সেই প্রত্যাশা আমরা করি,
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss