বাদল কৃষ্ণ দাস:
আগাম ঘোষণা দিয়ে গত ৫ দিনে জেলার দিরাই ও শাল্লা উপজেলার ৭টি জলমহালের প্রায় ৪ কোটি টাকার মাছ লুট করেছে উন্মত্ত জনতা।
সংশ্লিষ্ট ইজারাদাররা জানিয়েছেন, জলমহালের আশপাশের অন্তত ১০-১৫টি গ্রামের ৮/১০ হাজার মানুষ আনন্দ-উল্লাসে বিলের মাছ লুট করে নিয়ে যায়। পুলিশকে জানিয়েও মাছ লুট আটকানো যায়নি। কয়েক হাজার মানুষ একসাথে জড়ো হওয়ায় প্রতিহত করাও সম্ভব হয়নি।
পবিত্র রমজান মাসে এমন কাজ করা ঠিক না বলায়, শাল্লার আটগাঁও গ্রামের রনি বিল্লালের বসতঘর, অটোরিকশা ভাংচুর করে মটর ও ব্যাটারি খুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তার ছোট ভাইয়ের মোটর সাইকেল ভাংচুর করেছে উশৃঙ্খল লোকজন। এমন ঘটনায় আতংকে আছেন হাওর অঞ্চলের জলমহাল ইজারাদার ও সংশ্লিষ্টরা।
স্থানীয় লোকজন ও বিলের ইজারাদার জানিয়েছেন, দিরাই-শাল্লা উপজেলার শ্যামারচর, লৌলারচর, মাইতি, কার্তিকপুর, নোয়াগাঁও, চিকাডুপি, বল্লবপুর, উজানগাঁও, সোনাকানি, নিজগাঁও, মির্জাপুর, রাহুতলা, শরিফপুর, কাশীপুরসহ আশপাশের গ্রামের লোকজন দিরাই-শাল্লার কামান ও লাইরা দীঘা জলমহালের মাছ লুটে জড়িত।
গত শুক্রবার সকালে দিরাই উপজেলার চরনারচর গ্রামের পাশের কামান-কচমা বিলে জোর করে মাছ ধরে নেয় আনুমানিক ৭শতাধিক মানুষ। পরদিন শনিবার আবারও ৮-১০ হাজার মানুষ বিভিন্ন যানবাহনে করে এসে মাছ লুটপাট চালায়।
কামান বিলের ইজারাদার চরনারচর বি.এম মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক সুধির বিশ্বাস বলেন,‘ আমরা সরকারকে প্রতি বছর ৫০ লাখ টাকার বেশি রাজস্ব দেই। দুইদিনে আমাদের বিলের প্রায় ২ কোটি টাকার মাছ লুট হয়েছে। ১৫-২০ কেজি ওজনের বোয়াল ও আইড় মাছ গাড়ি ভরে নিয়ে গেছে। পুলিশের সামনেই জোর করে মাছ নিয়ে গেছে। পুলিশের কিছু করার ছিল না, কারণ পুলিশ ছিল ১০ জন মাছ ধরতে এসেছিল ৮-১০ হাজার মানুষ।’
গেল শনি ও রবিবার সকালে শাল্লার যাত্রাপুর গ্রামের পাশের জোয়ারিয়া বিলের মাছ জোর করে ধরে নেয় ছব্বিশা, দামপুর, কান্দিগাঁও, ইয়ারাবাদ, কান্দকলা, রঘুনাথপুর, যাত্রাপুর গ্রামের প্রায় হাজার মানুষ। বিলের পাহাড়াদাররা জলমহালে থাকলেও প্রতিবাদ করার সাহস পায়নি।
জোয়ারিয়া বিলের ইজারাদার যাত্রাপুর হিলিপ মৎস্যজীবী সমবায় সমিতি লি.এর সভাপতি হিমাদ্রী সরকার বলেন,‘ বিলে বাঁশ-কাঠা দেওয়া, পাহারাদার রাখাসহ প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়েছে। আগামী বছর মাছ ধরার কথা ছিল কিন্তু দুই দিন জোর করে মাছ ধরে আমাদের অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।’
রবিবার সকালে দিরাই উপজেলার মেঘনা-বারঘর জলমহালের একটি বিল ও একই উপজেলার আতনি বিল (শাল্লা উপজেলার জয়পুর গ্রামের সামনে) জোর করে মাছ ধরে নেয় বিলের আশপাশের কয়েক গ্রামের মানুষ।
এরপর সোমবার দিরাই উপজেলার কাশীপুর লাইরা দীঘা গ্রুপ ফিসারীর এলংজুরি ও আলীপুর গ্রামের পেছনের লাইরা-দীঘা ও চনপইট্টা বিলের পাইলের (অভয়ারন্য সৃষ্টি করে মাছ বড় করা) প্রায় কোটি টাকার মাছ ধরে নেয় বিলের আশপাশ এলাকার ৮-১০ হাজার মানুষ।
সর্বশেষ মঙ্গলবার শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের কাছের কাশীপুর লাইরা দীঘা গ্রুপ ফিসারীর সত্তুয়া নদীর মাছ লুট করে দিরাই ও শাল্লা উপজেলার ১০-১৫ টি গ্রামের প্রায় ৮-১০ হাজার মানুষ। গতকাল মঙ্গলবার সকালে একই উপজেলার কাশীপুর গ্রামের কাছের বাইল্লা বিল ও ইয়ারাবাদ গ্রামের কাছের বড়গাঁও-ইয়ারাবাদ গ্রুপ জলমহালের ভাটিগাং বিল লুটপাট করে স্থানীয় লোকজন।
কাশীপুর লাইরা দীঘা গ্রুপ জলমহালের ইজারাদার উত্তর জারুলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক প্রজেশ দাস বলেন,‘ এমন পরিস্থিতি জীবনেও দেখিনি গণহারে লুটপাট চলছে। আমরা প্রতি বছর ৪৫ লাখ টাকা রাজস্ব দেই। তিন বছর অন্তর অন্তর মাছ ধরা হয়। আগামী বছর মাছ ধরার কথা থাকলে এলাকার ১০-১৫ হাজার মানুষ দুই দিনে আমাদের জলমহালের কোটি টাকার বেশি মাছ লুটে নিয়ে গেছে। পুলিশকে জানিয়েও কোন লাভ হয়নি। বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি। ’
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন,‘ মেঘনা ও কামান বিলের মাছ ধরা প্রায় শেষ হয়ে গিয়েছিল বলে জানা গেছে। এলাকার লোকজন কিছু বিলের মাছ ধরেছে। লাইরা দীঘা গ্রুপ ফিসারীর পাইলের অংশে জোর করে মাছ ধরার অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ’
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন,‘ জোয়ারিয়া বিলে মাছ ধরার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লোকজনকে সরিয়ে দিয়েছি। কাশীপুর লাইরা দীঘা জলমহালে একদিন কিছু লোক মাছ ধরেছে বলে জানা গেছে। হাজার হাজার লোক ভোরে মাছ ধরতে যায়। এসব বিল থানা থেকে অনেক দূরে, তাই পুলিশ যাওয়ার আগেই লোকজন চলে যায়। কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’
জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বললেন,‘ দিরাইয়ের একটি জলমহাল থেকে জোর করে মাছ ধরে নেওয়ার অভিযোগ পেয়েছি। এছাড়াও আর কোন অভিযোগ পাওয়া যায়নি। খোঁজ-খবর নেওয়া হবে। লুটপাটের সাথে জড়িতদের খোঁজে বের করতে বিষয়টি নিয়ে আইনশৃংখলা বাহিনীর সাথে কথা বলবো।#
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss