
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সদর উপজেলায় ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছেন পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে ভূট্টাক্ষেত থেকে মস্তবিহীন মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নারীর শরীরে কালো রঙের বোরকা ছিলো। দেহ থেকে বিচ্ছিন্নকরা মস্তকটি খুঁজে পেতে পুলিশ আশপাশে তল্লাশি চালিয়েছে কিন্তু তা খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ জানান, ফুলগাছ গ্রামের কৃষক শফিকুল ইসলামের ভূট্টাখেত থেকে নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে শফিকুল ইসলাম তার ভূট্টাখেতে পানিসেচের জন্য ড্রেন খুঁড়তে গেলে তিনি নারীর মস্তকবিহীন মরদেহটি দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কৃষক শফিকুল ইসলাম বলেন, পানি সেচ দেওয়ার জন্য ভূট্টাখেতে যাই সেখানে দেখতে পাই নারীর মস্তবিহীন মরদেহটি পড়ে আছে। এরপর স্থানীয়দের বললে তারা পুলিশকে খবর দেন।
পুলিশ ও স্থানীয়দের ধারনা অন্য এলাকা থেকে এই নারীকে ফুলগাছ গ্রামে নিয়ে এসে তার সাথে পাশবিক আচরণ করে জবাই করে হত্যা করা হয়েছে। নারীর মাথাটি নিয়ে গেছে এবং অন্য কোথাও গোপনে লুকিয়ে রেখেছে।
লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, থানা ও গোয়েন্দা পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তারা দেহ থেকে বিচ্ছিন্ন মস্তকটি উদ্ধার করতে কাজ করছে। মস্তকটি উদ্ধার হলে নারীর পরিচয় সনাক্ত করা যাবে। কোথাও থেকে কোন নারী নিখোঁজ হয়েছে কিনা সে বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে।
সাফিউল ইসলাম সাফি
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি
০১৭৯৬১১৩৪৯৫