হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক সেবনের অপরাধে শ্রী বিরেন (২০) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত শ্রী বিরেন উপজেলার গোগর এমপাড়া গ্রামের মৃত কালু দাসের ছেলে।
জানা গেছে, এদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লেহেম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় শ্রী বিরেন আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এই অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক সকালের সময়কে বলেন, আসামি বিরেনকে এদিনেই জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে মর্মেও ওসি জানান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss