
হাসিনুজ্জামান মিন্টু
আজ ৫ মার্চ ২০২৫ তারিখে ১৪০০-১৭২০ ঘটিকা পর্যন্ত *ক্যাপ্টেন মোহাম্মদ মেহেদী হাসান (০৭ বীর)* স্যারের নেতৃত্বে ৫ নং বাচোন ইউনিয়ন ,রাজোন গ্রামে, রাণীশংকৈল থানায়, এলাকায় অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে হুদুম চন্দ নামে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। তার থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্বার করা হয়।
পরবর্তীতে রাণীশংকৈল উপজেলা নিবার্হী অফিসার জনাব রকিবুল হাসান এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত মামলা দিয়ে রাণীশংকৈল থানায় তাকে পুলিশের কাছে সোপর্দন করেন।