বেতাগী বরগুনার প্রতিনিধিঃ
মোঃ আল আমিন মল্লিক
বরগুনা জেলার বেতাগী উপজেলার ৫-নং বুড়ামজুমদার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কামাল গাজীকে গ্রেপ্তার করেন পুলিশ।
এজারিত মামলা-নামা থেকে জানা গেছে, আজ বিকেল পাঁচটায় ৫-নং বুড়ামজুমদার ইউনিয়নের তুলাতলা নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে । বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির একটি গাড়ি বহর নিয়ে প্রোগ্রামে যাওয়ার সময় হামলা করেন তারা। এতে ১০৫ বিশিষ্ট আসামির তালিকায় ৯৪ নাম্বারে তাকে আসামি করা হয়।১০৫ নং আসামি জহির সহ ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫ ও ৯৬ নং আসামির সাক্ষরিত হারুন অর রশীদ -এর ব্যবহারিত মোটরসাইকেলে বাজাজ পালসার ১৫০সিসি, ইঞ্জিন নং-8884 এবং চেচিস নং- 87431 আসামিদের হাতে থাকা ডিআই পাই দিয়েই মোটরসাইকেলটি ভাঙচুর করে। যার বাজার মূল্য ২,০০০,০০০/-টাকা।
আওয়ামী লীগের আমলে উক্ত মামলা না হলে সরকার পতনের পরে পাথরঘাটা থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগীরা।উক্ত মামলায় ওয়ারেন্ট আসলে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি কামাল এর স্ত্রী জানান, মামলা রাজনৈতিকভাবে হইলেও এটা মিথ্যা মামলা ছিল। মূলত জমিজমা নিয়ে আমাদের সাথে কিছু লোকের দ্বন্দ্ব চলতেছে , যার মামলাও চলমান। তার প্রেক্ষাপটে তারা আমাদেরকে আটকানোর জন্য এই মামলায় পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছেন ।
বেতাগী থানার ওসি মহোদয় বলেন, তার নামে ওয়ারেন্ট ছিল, যার প্রেক্ষাপটে তাকে ধরতে আমরা সক্ষম হই।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss