বিয়ের পিঁড়িতে বসলেন টলিউড অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ
বিনোদন ডেস্ক
তুমুল সমালোচনার জন্ম দিয়ে গত বছরের ০২ মার্চে বিয়ের পিড়িতে বসেন টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। দেখতে দেখতে বিয়ের এক বছর পূর্ণ হলো এ জুটির। গত একবছর এক ছাদের নিচে পাড় করা মুহূর্তগুলো নিয়ে কথা বলেছেন এই দম্পত্তি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীময়ী বললেন, ‘বছরটা যেন হুশ করে উড়ে গেল! বুঝতেই পারলাম না কীভাবে সময় কেটে গেল।’
কাঞ্চনের সঙ্গে এক শ বছর কাটিয়ে দেওয়ার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, ‘অত বছর বাচব কি না! আমার ঠাকুমা শতবর্ষ পেরিয়েছেন। আমিও যদি দীর্ঘা্যু পাই তাহলে ওর সাথে অমৃত্যু থাকতে পারব।’
শ্রীময়ী আরও বলেন, ‘বিয়ে করব, এক ছাদের নীচে বসবাস করব, পছন্দের পুরুষের সন্তানের মা হব এই ভাবনা নিয়ে সম্পর্কে জড়াইনি। ভালবাসার মানুষকে ভালো রাখব, এটাই ছিল শর্ত। সেই শর্ত পূরণ করছি।’
নিজের ভবিষৎ গোছাতে বয়সের বড় পুরুষকে বিয়ে করেছেন? স্পষ্টভাষী শ্রীময়ী সংবাদ মাধ্যমেকে জানিয়েছেন, ‘আমি মনের দিক থেকে ভীষণ সাহসী।’ বিয়ে না করেও কাঞ্চনের সন্তানের মা হতে পারতাম। আপনারা সেটা মানতে পারতেন না। তাই অনুষ্ঠানিক বিয়ে। কাঞ্চনকে একাধিকবার জিজ্ঞেস করেছি, ওর কোনো আপত্তি নেই তো। বরাবরই আমি বয়সে বড় স্বামী চেয়েছি। এ প্রসঙ্গে তিনি উদাহরণ দেন নিজের দাদা-দাদি, মা-বাবার।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss