আবহাওয়া ডেস্ক
মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া দপ্তর বলছে, দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে। সঙ্গে মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ বয়ে যাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে।
আজ রোববার (২ মার্চ) মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয় সংস্থাটি।
আরও বলা হচ্ছে, ৯ মার্চের পর তাপমাত্রা ক্রমাগত বাড়তে পারে। মাসের শেষ দিকে এক বা দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে। মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক বা দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
মাসব্যাপী পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। তবে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া একদিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে জানান, আগামী ৯ তারিখ পর্যন্ত তাপমাত্রা মোটামুটি কম থাকতে পারে। এরপর ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। আসলে পুরো দেশেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বে শি থাকবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss