টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (১ মার্চ) রাতে বাসাইল পৌরসভার কাটাখালীপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে।
বিষয়টি রোববার (২ মার্চ) সকালে জানাজানি হয়। দুর্বৃত্তদের এমন ঘটনায় হতবাক স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে বাসাইল পৌরসভার কাটাখালীপাড়া এলাকার আতিকুর রহমান খান রুবেল, ফজলু খান ও গফুর খানের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। পরে সাহরির সময় বিষয়টি টের পান গরুর মালিকরা। সকালে বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল পশ্চিমপাড়া কবরস্থানে পাশে গরুর ভুঁড়ি ও হাড়গোড় দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিক এলাকায় ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে সেখানে গিয়ে গরুর রশি দেখে মালিকরা শনাক্ত করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গরুর মালিকরা। তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
গরুর মালিক রুবেল খান বলেন, ‘গতকাল শনিবার ৯০ হাজার টাকা দিয়ে একটি ষাঁড় কিনে বাড়িতে নিয়ে আসি।
রাত ১২ টা সময় গরু দেখে ঘুমিয়ে পড়ি। সাহরির সময় আমার ভাই গোয়ালঘরে গিয়ে দেখেন সেখানে গরু নেই। তখন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি কবরস্থানের পাশে গরুর হাড়গোড় ও ভুঁড়ি পড়ে রয়েছে। সেখানে গিয়ে আমার চুরি হওয়া গরুর রশি দেখে শনাক্ত করি।
গরুর মালিক ফজলু খান বলেন, ‘পাশের বাড়িতে গরু চুরি হয়েছে শুনতে পাই। পরে আমার গোয়ালঘরে গিয়ে দেখি সেখানে গরু নেই। পরে অনেক খোঁজাখুঁজি করি। পরে সকালে বাসাইল পশ্চিমপাড়া কবরস্থানের পাশে গিয়ে দেখতে পাই গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।’
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘গরু চুরির পর চোরেরা মাংস নেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্ট নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss