মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত আলাপের পর একরকম বেকায়দায় পড়ে গেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার ইউক্রেন সংঘাতের বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আহ্বানে লন্ডনে শুরু হওয়া শীর্ষ সম্মেলনে এক ডজনেরও বেশি ইউরোপীয় নেতা অংশ নিয়েছেন। সেখানে আজ রোববার (২ মার্চ) ওই সম্মেলন শুরু হয়েছে।
সম্মেলনের আয়োজক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জেলেনস্কিকে পাশে নিয়ে রোববার সম্মেলনে বক্তৃতা করেন। এ সময় ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর পতাকা সামনে রেখে তিনি বলেন, ইউরোপের নিরাপত্তার জন্য এক প্রজন্মের একটি মুহূর্ত এটি। এই সংকট মোকাবিলায় আমাদের সকলকে পদক্ষেপ নেওয়া দরকার।
ইউক্রেনের প্রেসিডেন্টকে তিনি জানান, ‘‘আমি আশা করছি, আপনি জানেন আমরা যত সময় লাগুক না কেন, আমরা আপনার ও ইউক্রেনের জনগণের সঙ্গে রয়েছি। এই টেবিলের চারপাশের প্রত্যেকে আপনার পাশে আছে।’’
‘‘আমাদের সকলের সুবিধায় শান্তির জন্য এই বৈঠক থেকে যেসব পদক্ষেপ আসবে, সেই বিষয়ে আমাদের ঐক্যমতে পৌঁছাতে হবে।’’ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটেসহ ইউরোপের আরও ১৮ শীর্ষ নেতা লন্ডনে জেলেনস্কিকে স্বাগত জানান।