আরিফ হোসেন রুদ্র (রায়পুর উপজেলা প্রতিনিধি):
২৮শে ফেব্রুয়ারী (শুক্রবার) লক্ষ্মীপুরের লেখক রায়পুরের প্রখ্যাত পরিবার আজগর আলী চৌধুরী পরিবারের ফোরাম আজগর আলী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন মাহে রামাদানের উপহার হিসেবে ৩৫১টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে শুকনো খাবার সামগ্রী বিতরন করা হয়।
৪ নং সোনাপুর ৬ নং ওয়ার্ডের হতদরিদ্র, অসচ্ছল ,সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই উপহার দেওয়া হয়। প্রতি অংশের জন্য বরাদ্দকৃত প্যাকেজে চাল, ডাল, তেল, চিনি, মুড়ি, ছোলা সহ রয়েছে ১১টি পণ্য। উপহার সামগ্রী বিতর কালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব নুর (বাচ্চু) চৌধুরী, সহসভাপতি জনাব ওয়ালি মাহমুদ মাহাবুব ধর্ম (বড়বকুল চৌধুরী), সহসভাপতি জনাব আলী চৌধুরী (মাসুম), সাধারন পার্টি জনাব তাহসিন মাহমুদ চৌধুরী (রনি), ওহে সভা জনাব তাহসিন মাহমুদ চৌধুরী (রনি), ওহে সভা সদস্য জনাব ওয়ালি মাহমুদ মাহাবুদ ধর্ম (মাসুম) এম,জি, মাহবুব চৌধুরী (মঞ্জু), প্রচার ও প্রকাশনা বিষয়ক জনাব কিবরিয়া হায়দার চৌধুরী, সহ-সম্পাদিকা জনাবা তানিয়া কবীর চৌধুরী (যুথি) ।
আরো উপস্থিত ছিলেন জনাব জাকির হোসেন চৌধুরী (লিটন), জনাব ফিরোজ আলম চৌধুরী,
জনাব মাহবুল আলম চৌধুরী, জনাব আফলু চৌধুরী, জনাব বেলাল চৌধুরী, জনাব শেখ আহম্মদ চৌধুরী (ফয়সাল) প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss