মোঃ ইব্রাহিম সরকার,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা গামী যাত্রী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ চাচা ও ভাতিজি দুই জন নি/হ/ত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আদিতমারীর স্বর্ণমতি ব্রিজ এলাকায় এ সড়ক দু/র্ঘ/ট/না ঘটে।
নি/হ/তরা হলেন, রমজান আলী কালু (৪০) ও তার ভাতিজি খাদিজা কোবরাতুল খুশি (২৫)। নি/হ/ত রমজান আলী কালু কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। খাদিজা কোবরাতুল খুশি একই এলাকায় খোরশেদ আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা নাভিলা পরিবহনের সাথে শুক্রবার সকাল ১০ টায় মুখোমুখি সং/ঘ/র্ষ হয় মোটরসাইকেল আরোহীর। এ সময় মোটরসাইকেল চালক রমজান আলী নি/হ/ত হন। এবং পিছনে বসা তার ভাতিজি খাদিজা কোবরাতুল খুশিকে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সেও মা/রা যান। তারা লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য আসছিল।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss