মিলন হোসেন -খুলনা প্রতিনিধি ।
শুক্রবার,২৮ ফেব্রুয়ারি। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে খুলনার ফুলতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। মিছিলটির নেতৃত্ব দেন খুলনা-৫ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ।আজ বিকেল পাঁচটায় ফুলতলা উপজেলা পরিষদ থেকে ফুলতলা বাজার পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
সমাবেশে খুলনা জেলা যুবদলের সভাপতি ইবাদুল হক রুবায়েদ বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এটাই জনগণের দীর্ঘদিনের দাবি। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি এ আহ্বান জানান। এ সময় রোজায় নিত্যপ্রয়োজনীয় দাম জনগণের সক্ষমতার মধ্য রাখার দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে ফুলতলা উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss