দূর্গাপুর প্রতিনিধি মোঃ জাকির হোসেন (বাবলু):
শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ দূর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ই ফেব্রুয়ারি ২০২৫ দূর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দূর্গাপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ এর সভাপতিত্বে ও বিরাজ আহম্মেদের তথ্য ও উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব লিঃ এর চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়লা আখতার মোতালেব ( ভাইস-চেয়ারম্যান) কালব লিঃ আতিকুল্লাহ সরকার সেক্রেটারি কালব লিঃ জনাব নরেশ চন্দ্র বিশ্বাস ট্রেজারার কালব লিঃ
, মোঃ ওয়াজেদ আলী খাঁন ডিরেক্টর কালব লিঃ রাজশাহী বরেন্দ্র চলন খ অঞ্চল । প্যাট্রিক পালমা জেনারেল ম্যানেজার কালব লিঃ, মোঃ আজগর আলী উপজেলা সমবায় অফিসার দূর্গাপুর রাজশাহী, মোঃ ডঃ গোলাম মাওলা চেয়ারম্যান রাজশাহী। মহানগর শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করা হয় ।
আসন গ্রহণ ও সংগঠনের হিসাব ও পরিচালনার সকল তথ্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি, আবু হানিফ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগষ্টিন পিউরিফিকেশন বলেন, আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছে আমার কাছে সুন্দর ও মনোরম পরিবেশ পেয়েছি রাজশাহী অঞ্চল কে তিনি রাজশাহী জেলার প্রশংসা করেন ।
সুন্দর ভাবে সংগঠন পরিচালনা ও সার্বিক অবদানের জন্য দূর্গাপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ প্রশংসা করেন।
এছাড়াও তিনি সকলের দাবি রাজশাহী জেলায় কালব লিঃ এর নিজস্ব জমি ক্রয়ের মাধ্যমে একটি বিল্ডিং নির্মানের ব্যবস্থা করবেন বলে জানান।অনুষ্ঠান শেষে সকলে মতামত গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss