
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
আগামী ১০ এপ্রিল বোর্ডের রুটিন অনুযায়ী সারা দেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে অত্র বিদ্যালয়ের আয়োজনে এক শ্রেণি কক্ষে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও কবিরুল ইসলাম এর সঞ্চালনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ বাবুল হোসেন ও মোঃ ইকবাল। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফারজানা আক্তার উর্মি ও সুরাইয়া আক্তার ইমা।
বক্তব্যে শিক্ষার্থীদের নানা পরামর্শ ও দিক-নির্দেশনা দেন শিক্ষকরা। এরপর পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, অন্নপূর্ণা গুপ্তা, মোছাঃ মনোয়ারা বেগম, মোছাঃ তাহমিনা বেগম, মোছাঃ নাজনীন, মোঃ ইউনুস, নরেশ চন্দ্র, ক্বাজী ফয়েজ উদ্দিন আহমেদ। মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা রহমান, রুবিনা তালুকদার, মানিকপুর গাউসুল আজম জামে মসজিদের খতিব ক্বারী মোঃ আমিনুল ইসলাম সহ প্রমুখ।