জামায়াত ক্ষমতায় গেলে কেউ বেকার থাকবে না: ডা. শফিকুর রহমান – dainikprothombarta    
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত নওগার মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা। রাজশাহীতে তারেক রহমান নির্বাচনী সম্মেলন কি প্রতিশ্রুতি দিলেন সাভার আশুলিয়া সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মান্দায় আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা। দোয়ারাবাজারে সুনামগঞ্জের ডিসির বক্তব্য নিয়ে আপত্তি তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর বিএনপির প্রার্থী নির্বাচনী প্রচারণা বিভিন্ন ইউনিয়নে  নওগাঁর মান্দায় দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ঘাটাইলে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

জামায়াত ক্ষমতায় গেলে কেউ বেকার থাকবে না: ডা. শফিকুর রহমান

  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৪ Time View

 

 

 

আব্দুর রশিদ ডোমার(নীলফামারী)প্রতিনিধি;

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,‘এদেশের যুবকদের মধ্যে ৬০ ভাগই বেকার। যার অন্যতম কারণ হলো- সুশিক্ষার পরিবর্তে কুশিক্ষা। সার্টিফিকেটের বস্তা নিয়ে এক অফিস থেকে আরেক অফিসে দৌঁড়াতে হয়। আমরা দায়িত্ব পেলে নৈতিক শিক্ষা বাস্তবায়নের পাশাপাশি পড়ালেখা শেষ হবার পরই সার্টিফিকেটের সঙ্গে চাকরির অফার লেটার দিয়ে দিব। এছাড়া কোরআনের শাসন প্রতিষ্ঠা নিয়ে মা-বোনদের ভয় দেখানো হয়। আমরা বলতে পারি, এদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে সামাজিক উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

 

 

আজ (২৬ফেব্রুয়ারি) বুধবার  বিকাল সাড়ে ৪টায় নীলফামারীর  ডোমার উপজেলা মাঠে,উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এ কথা বলেন।

 

জামায়াতের আমির বলেন,`অনেকে শহীদদের নিজের দলের দাবি করে,শহীদরা জাতীয় সম্পদ আমরা দলের ভিত্তিতে তাদেরকে ভাগ করতে চাই না,তাদের আমরা মাথার উপরে রাখতে চাই।

আমরা প্রতিটি শহীদ পরিবারে গিয়ে পৌঁছেছি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা শহীদদের নিয়ে রাজনীতি করতে চাই না, শহীদদের মাথার তাজ করে রাখতে চাই।

 

 

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন,‘আমরা এ দেশে মেজরিটি-মাইনরিটি মানি না। এ দেশে যারাই জন্মগ্রহণ করেছে, তারাই দেশের গর্বিত নাগরিক। বিশেষ করে মুসলমান ভাইদের বলব, অন্য ধর্মের মানুষকে কষ্ট দেবেন না। যারা এ দেশকে মেজরিটি-মাইনরিটি করে রেখেছিল, তারাই মাইনরিটির জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।’

 

আমিরে জামায়াত আরও বলেন,অতীতের নির্বাচনগুলোতে দেখেছি- এক দল ৪১ শতাংশ ভোট নিয়ে ২১৮ আসন এবং আরেক দল ৪০ শতাংশ ভোট নিয়ে পেয়েছে মাত্র ৭০ আসন। একারণে বেশি আসন পাওয়া প্রত্যেকেই স্বৈরাচার ও বেপরোয়া হয়ে যায়। বিশ্বের ৬২টি উন্নত দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়। এতে কারো মন খারাপ হলে বুঝতে হবে, তাদের মতলব সুবিধাজনক না।’

 

এ সময় ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার আহমাদুল হক মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, আঞ্চলিক টিম সদস্য ও সাবেক জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশীদ, নীলফামারী জেলা জামায়াতে আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার।

 

পথসভায় আরও বক্তব্য রাখেন- নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ খায়রুল আনাম, রাজনৈতিক বিভাগের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, অফিস সেক্রেটারী অধ্যাপক মোঃ আব্দুল কাদির, প্রচার ও শিক্ষা সেক্রেটারী অধ্যাপক মোঃ ছাদের হোসেন, মজলিসে শূরা সদস্য মাওলানা মোঃ আব্দুল হামিদ পাশা, মাওলানা মোঃ ওবায়দুল্লাহ সালাফী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ মনিরুজ্জামান জুয়েল, ডোমার উপজেলা জামায়াতের সাবেক আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুল হাকিম, জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, জলঢাকা উপজেলা আমীর মোঃ মোখলেছুর রহমান, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা মোঃ আব্দুল মুত্তাকিম, কিশোরগঞ্জ উপজেলা আমীর মোঃ আব্দুর রশিদ শাহ, ডোমার উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ রবিউল আলম, সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ তাজমুল হাসান, ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানা প্রমুখ।

 

এর আগে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে পথসভা স্থলে বিভিন্ন প্রান্তের কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে যোগদান করেন। এছাড়া পবিত্র আছরের নামাজ তারা পথসভা স্থলেই সমবেত হয়ে আদায় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102