
সহ-সম্পাদক দৈনিক প্রথম বার্তা:
সরাইল উপজেলাধীন ঐতিহ্যবাহী কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আজ ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসাইন।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল হাসান, সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আজমল হোসেন ছোটন, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন, নোয়াগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আতাহার হোসেন বকুলসহ ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম মানিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো: রাফিকুল হাসান, আজমল হোসেন ছোট, আতাহার হোসেন বকুল, মোঃ ফারুক হোসেন, অহিদুজ্জামান লস্কর অপু, মো: আইয়ুব খান প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোশারফ হোসাইন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পড়ালেখার কোন বিকল্প নেই। যতই পড়িবে ততই শিখিবে। এই তথ্য প্রযুক্তির যুগে নিজেকে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই পড়ালেখার পাশাপাশি কুকারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আরো এগিয়ে যেতে হবে। বক্তৃতা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ৫ আগস্টে নিহত আবু সাঈদকে নিয়ে রচিত জারি গানটি সকলের নজর কারে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক বাবু বিশ্বজিৎ দাশগুপ্ত, মোঃ শাহাগীর মৃধা, মোঃ মারুফ খান, নাজনীন আক্তার ও হাসান আলী।