ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ ও একটি পিকআপ ভ্যান‘সহ ০১ (এক) মাদক কারবারি‘কে আটক করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ। ২৪ ফেব্রুয়ারি ২৫ সোমবার শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়া চালতাগাছ মাঠ সংলগ্ন এলাকা থেকে শেরপুরের নালিতাবিাড়ির সমুসচূড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মোঃ ইয়াছিন (২৬) গ্রেপ্তার করা হয়।
এ সময় তার থেকে ২৫৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০,৭০,০০০/- (বিশ লক্ষ সত্তর হাজার) টাকা।
র্যাব সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় বিপুল পরিমাণ পিকআপ ভর্তি বিদেশী মদের চালান শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এরই প্রেক্ষিতে তারা অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেপ্তার করে। আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব সূত্র জানায়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss