
ডেস্ক রিপোর্ট:
বেলা ১১টায় শহীদ ওসমান চত্ত্বর হতে রায়পুর উপজেলার সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ওসমান চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়ে সেখানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি নাইম, রাকিব হোসাইন, সাব্বির মাহমুদ, সুবজ আলম, মোহাম্মদ বিন কাসেম, মাঈশা প্রমুখ।
বক্তারা বলেন জুলাই অভ্যুত্থান এর পরবর্তিতেও স্বাধীন বাংলাদেশে গত দু মাসে বিচার বহির্ভূত হত্যার স্বীকার ৩৩৪ জন এবং ধর্ষনের স্বীকার ১০৪ নারী ও শিশু যা এসময়ে মানার মতো নয় এর জবাব প্রশাসন ও রাষ্ট্রকে অবশ্যই দিতে হবে। সকল প্রকার অপরাধের বিচার অতিদ্রুত করতে হবে। কোন কালক্ষেপণ ছাত্রজনতা মেনে নিবে না। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কামনা করছি। এছাড়াও সমাজে চলমান গুম-খুন চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধীরা দিনে দুপুরে অপরাধ করে যাচ্ছে অথচ প্রশাসন নিরবতা পালন করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা যদি বিচার করতে না পারেন তাহলে ওই চেয়ার ছেড়ে দিন। মনে রাখবেন ছাত্রদের রক্তের উপর দিয়ে বিজয়ের এই বাংলাদেশ আবার যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় আমরা দিতে প্রস্তুত। তবুও কাউকে আমরা ছাড় দিবো না।
মিছিলে অংশগ্রহণ করেন রায়পুর সরকারী কলেজ রায়পুর মার্চ্চেন্ট একাডেমী রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুর আলিয়া মাদ্রাসা বায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ আশেপাশের সাধারণ শিক্ষক শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।