হোসাইন মৃদুল,
সহ বার্তা সম্পাদক : টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজে গতকাল ২৩ ফেব্রুয়ারি রবিবার পিঠা উৎসব এবং বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এই উৎসবটি ছিল অত্যন্ত আনন্দমুখর।
উৎসবের সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক দিলারা ইয়াসমিন এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শামীমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান। এছাড়াও শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছিলেন।
এই উৎসবে কলেজের ছাত্রীরা বাড়ি থেকে তৈরি করা বিভিন্ন পিঠা নিয়ে অংশ নেয়। মহিলা কলেজের মাঠে ১০টি স্টল ছিল যেখানে শিক্ষার্থীরা তাদের তৈরি পিঠা প্রদর্শন ও বিক্রি করে। শিক্ষকরা এবং অন্যান্য শিক্ষার্থীরা এসব পিঠা কিনে উৎসবে অংশগ্রহণ করেন।
এই উৎসবে ৩টি স্টলকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় এবং সব অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। এছাড়া কলেজ কর্তৃপক্ষ একটি বইয়ের স্টলও বিশেষভাবে অনুমতি দেয়।
এ উৎসবটি কলেজের শিক্ষার্থীদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং আনন্দে মেতে উঠার একটি অন্যতম আয়োজন হিসেবে আয়োজিত হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss