
আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর):
রায়পুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে সেলিম, সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ ফারুক হোসেন সরদার ও সাংগঠনিক সম্পাদক পদে মোস্তফা কামাল বাবুল।
নির্বাচিত হয়েছেন সম্পূর্ন গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর রায়পুর পৌর সভার ৯টি ওয়ার্ডে বিএনপির কমিটি ব্যালট পেপারে ভোটের মাধ্যমে গঠন করা হচ্ছে বলে জানান রায়পুর পৌর
বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস বলেন ভোট অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর হয়েছে। কারো কোন ব্যাপারে অভিযোগ নেই।
বেলা ১টা থেকে ৪টা পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। ভোট দেখার জন্য প্রতিটি ওয়ার্ডে প্রায় ২ থেকে ৩ হাজার নারী পুরুষ ভিড় করেন বলে জানান রায়পুর পৌর বিএনপি’র আহ্বায়ক এবিএম জিলানী, তিনি বলেন ইউনিয়ন পরিষদ কিংবা জাতীয় নির্বাচনের মতো তফসিল ছিল এই কমিটি নির্বাচনে। তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই হয়েছে।
প্রার্থীরা প্রচারের সময় পেয়েছেন এক সপ্তাহ। প্রতীক পেয়ে পোস্টার লাগিয়ে ও মাইকিং করে প্রচার এবং গণসংযোগ করেন প্রার্থীরা। নির্বাচনের জন্য ছিলেন প্রিসাইডিং ও পোলিং অফিসার।