খুলনা মহানগর বিএনপির সম্মেলন কাল প্রথমবারের মতো ভোটে নির্বাচিত হবে নেতা।  – dainikprothombarta    
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত নওগার মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা। রাজশাহীতে তারেক রহমান নির্বাচনী সম্মেলন কি প্রতিশ্রুতি দিলেন সাভার আশুলিয়া সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মান্দায় আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা। দোয়ারাবাজারে সুনামগঞ্জের ডিসির বক্তব্য নিয়ে আপত্তি তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর বিএনপির প্রার্থী নির্বাচনী প্রচারণা বিভিন্ন ইউনিয়নে  নওগাঁর মান্দায় দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ঘাটাইলে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

খুলনা মহানগর বিএনপির সম্মেলন কাল প্রথমবারের মতো ভোটে নির্বাচিত হবে নেতা। 

  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৩ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

 

মিলন হোসেন -খুলনা প্রতিনিধি।

 

রাত পোহালেই ৪৭ বছর পর প্রথম বারের মত সরাসরি ভোটের মাধ্যমে নির্ধারণ হবে খুলনা মহানগর বিএনপির নেতৃত্ব। আগামীকাল ২৪ ফেব্রুয়ারি সার্কিট হাউস মাঠে দলের মহানগর শাখার সম্মেলন হবে। বিকেলে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুষ্ঠিত ভোটে নির্বাচিত হবেন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। প্রধান তিনটি পদে ১২ নেতা প্রার্থী হয়েছেন। ভোট দেবেন নগরীর পাঁচ থানার ৫০৫ কাউন্সিলর।

ভোটের মাধমে নেতা নির্বাচনের আয়োজন করায় বিএনপির তৃণমূল কর্মীরা উৎফুল্ল। যে নেতাদের এতদিন নাগাল পাওয়া কষ্টকর ছিল এখন তারাই কর্মীদের দ্বারে দ্বারে যাচ্ছেন।ক্ষমা চাইছেন নিজেদের ভুলভ্রান্তির জন্য। নির্বাচিত হলে নিয়মিত যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন। নেতাদের নমনীয় এই রূপে খুশি কাউন্সিলররা।

এইদিকে সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, তারিকুল ইসলাম জহির, শফিকুল আলম মনা, সাহাজী কামাল টিপু।

সভাপতি প্রার্থী তারিকুল ইসলাম জহির দৈনিক প্রথম বার্তায় জানান, “নির্বাচনের ৫০৫ জন ভোটার তালিকার অনুমোদনকালে সব প্রার্থীর স্বাক্ষরে অনুমোদিত হওয়ার কথা থাকেলও আমার কোন স্বাক্ষর নেওয়া হয়নি। কিন্তু আমি নির্বাচনে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে এর কোন প্রতিবাদ করিনি।

এছাড়াও তিনি সভাপতি পদে নির্বাচিত হলে খুলনা বিএনপি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাযোগ্য মূল্যায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি জানিয়ে তারিকুল ইসলাম জহির বলেন, “আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের কথা অনুযায়ী মিছিলের শেষ ছেলেটিও যেন মূল্যায়িত হয় এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আর সভাপতি নির্বাচিত হলে খুলনা বিএনপির সকল নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আশা ব্যক্ত করি”।

৮০ দশকের এই ছাত্রনেতা তারিকুল ইসলাম জহির খুলনা বিএনপির একজন বলিষ্ঠ আদর্শবান জনপ্রতিনিধি। তার সৃজনশীল নেতৃত্ব, রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলীয় মূল্যবোধের কারনে খুলনা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন শক্তি এবং উদ্দীপনা সঞ্চারিত করে। তিনি এর আগে খুলনা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি, এবং সুন্দরবন কলেজের সাবেক নির্বাচিত ভিপি হিসেবে দায়িত্ব পালন করে এসেছে

স্থানীয় নেতাকর্মীদের মতে, “তার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নৈতিক মূল্যায়নের কারনে তিনি একজন আদর্শবান জনপ্রতিনিধি। খুলনার রাজনীতি তার নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102