মোহাম্মদ হানিফ মিয়া ,লালমনিরহাট
লালমনিরহাট সদর হাসপাতালে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সর্বসাধারণ ও ভুক্তভোগীদের মানববন্ধন লালমনিরহাট ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতাল চিকিৎসা, ঔষধ সামগ্রী ও পথ্য পরিচালনায় সীমাহীন, খাবার নিম্নমানের, বিভিন্ন অনিয়ম র্নীতির প্রতিবাদে সর্বসাধারণ জনগনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে সদর হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল অন্তত ১৮ লক্ষ মানুষের চিকিৎসা সেবার ভরসার জায়গা। তবে এখন হাসপাতালটি চলছে নানা রখম অব্যবস্থাপনার মধ্যে দিয়ে।নিম্নমানের সেবা, রোগী ও স্বজনদের থেকে বাড়তি টাকা আদায়, অপরিচ্ছন্ন পরিবেশে রোগী সেবা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।হাসপাতালে কাঙ্খিত সেবা না পেয়ে অনেকে বাধ্য হয়ে চলে যাচ্ছে বেসরকারি ক্লিনিক গুলোতে বলে দাবী করেন ভুক্তভোগী সর্বস্তরের জনগণ। জানা গেছে, হাসপাতালটিতে ৩৯ চিকিৎসক থাকার কথা থাকলেও , নাক কান গলা, সিনিয়র গাইনি কনসালটেন্ট, আই কনসালটেন্ট, সিনিয়র শিশু বিশেষজ্ঞসহ ১৯ চিকিৎসক। রয়েছে আধুনিক যন্ত্রপাতির অভাব। সেই পুরনো এক্সরে আর আলট্রাসনোগ্রাম মেশিন দিয়ে চলছে কাজ। এতে ভালো ফলাফল না আসায় বাইরে করতে হচ্ছে এসব কাজ। শয্যা স্বল্পতার কারণে অনেকেই মেঝেতে চিকিৎসা নিচ্ছে। এছাড়া এক্সট্রা শয্যার এ রোগীদের ভাগ্যে মিলে না খাবার। সব বিভাগের চিকিৎসক না থাকায় বাইরের কোনো ক্লিনিক কিংবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়। লালমনিরহাট পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর সালাম বলেন, হাসপাতালে অনিয়ম দুর্নীতি দিয়ে ভরা, কোনো নিয়ম কানুন মানেন না,ডাক্তারদের আবাসিকে থাকার কথা, কিন্তুু তারা আবাসিকে না থেকে বাসা থাকেন,ডিউটি সময় মতে না করে, না তালবাহানা করেন, রুগীরা চিকিৎসার জন্য দরজার দরজার ঘুড়ে বেড়ায়, এরকম দুর্নীতিবাজ দের ভুলভাল চিকিৎসার কারণে আমাদের হয়রানি হতে হয়,আমরা এই সুষ্ঠু তদন্ত বিচার চাই। মানববন্ধন সর্বস্তরের সাধারণ জনগণ বলেন, সরকারি হাসতালে আমাদের গরীব দের কোনো চিকিৎসা নেই, খাবারের নিম্নমানের, সময় মতো ডাক্তার আসেন না, রুগী চিকিৎসা ভুল ভাল দিয়ে রংপুর রিভার্ট করে দেন, আমরা সকল ডাক্তারদের বিচার চাই।