বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাট জজ আদালতে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও উৎসব অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান ‎বেলকুচি বানিয়াগাঁতী এস এন স্কুল এন্ড কলেজে পালিত হল পহেলা বৈশাখ বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান স্টল সাজসজ্জায় মধুপুরে চানাচুর উৎপাদন প্রতিষ্ঠানের মালিক কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড  র‌্যাবের হাতে চাকুরী দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূলহোতাকে গ্রেফতার তিতাসে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হট্টগোল কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে তিনজন গ্রেফতার, গাঁজা উদ্ধার  বেরোবিতে কর্মকর্তাদের ‘অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারী ডোমারে উপজেলা শিক্ষা কর্মকর্তা অপসারণের দাবিতে বিক্ষোভ

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৯ Time View

 নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।

নীলফামারী ডোমারে দানবীয় ফ্যাসিস গণহত্যাকারী অবৈধ সরকারের সুবিধাভোগী এমপিও সিন্ডিকেট ও নিয়োগ বানিজ্যের হোতা নীলফামারীর ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম এবং দূর্নীতির অভিযোগে তাকে ডোমার উপজেলা থেকে দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান কর্মসূচির পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারী সকালে গনতন্ত্রকামী ফ্যাসিষ্ট বিরোধী ছাত্র জনতার ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালিত হয়। উক্ত বিক্ষোভ মানব বন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, তালতলি বিজনেস ম্যানজমেন্ট কলেজের অধ্যক্ষ এস এম গোলাপ হোসেন, সাহেবপারা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শফিউল বারী বুলবুল, মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী, বৈষম্য বিরোধী ছাত্র নেতা শরিফ হোসেন, বামুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনছুর আলী প্রমূখ। এসময় বক্তারা বলেন, দানবীয় ফ্যাসিষ্ট গনহত্যাকারী অবৈধ সরকারের সুবিধা ভোগী, এমপিও সিন্ডিকেট ও নিয়োগ বানিজ্যের হোতা দুর্নীতিবাজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগমের দ্রুত ডোমার উপজেলা থেকে অপসারণের দাবী জানান। এরপর আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের কাছে স্মারক লিপি প্রদান করে জোরালো কন্ঠে এবং দ্রুত সময়ের মধ্যে এই দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের অপসারণের দাবী তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজমুল আলম বিপিএএ নিকট স্মারক লিপি প্রদানের সময় উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, মামুনুর রশীদ বসুনিয়া সজীব, মেরাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোহাম্মদ শরীফ হোসেন, মাহির মোহাম্মদ মিলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102