শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :

নাগরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার চেয়ে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

হোসাইন মৃদুল
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০১ Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির বাস্তবায়নে সারা দেশের ন্যায়ে টাঙ্গাইলের নাগরপুরেও বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এবং সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনিরের নেতৃত্বে নাগরপুর সরকারি কলেজ অধ্যক্ষঃ প্রফেসর মো. বেলাল হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন উপজেলা শাখা ছাত্রদল ও কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা। স্মারকলিপি দেওয়ার আগে নাগরপুর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে একটি প্রতিবাদ র‍্যালী সরকারি কলেজ থেকে বের হয়ে নাগরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সেখানে নাগরপুর উপজেলা শাখা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বেশ কয়েকমাস অতিবাহিত হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত খুনি সংগঠন ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। তিনি আরো বলেন, ছাত্রলীগের যে কজন সন্ত্রাসী এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে, তাদের ছাত্র-জনতাই ধরে পুলিশে সোপর্দ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে,এখনো অন্তর্বর্তী সরকার ছাত্রলীগের সন্ত্রাসীদের ধরার জন্য কোনো সাঁড়াশি অভিযান বা শক্ত পদক্ষেপ নেয়নি। শুধু তাই নয় খুনি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে দোষারোপ করছে এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জন্য কোনো রকম অনুশোচনা প্রকাশ করেনি বরং বাংলাদেশের মানুষকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান জাহিদ,নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মো: আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মোঃ মনির হোসেন, নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ রূপক খান, মোঃ মোস্তাকিম মিয়া, শাহজালাল বাদল, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: ইয়ামিন হোসেন আকাশ, বেকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল রানা, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সুমন বাপ্পি। এছাড়াও নাগরপুর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102