সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে মেসার্স রায়হান ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান গ্রামে অবৈধ এ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্লাহ আল রনী। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা উপস্থিত ছিলেন।ইটভাটার স্বত্বাধিকারী মো. খোরশেদ আলম ওই ভাটার লাইসেন্সসহ সংশ্লিষ্ট বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ইটভাটার চিমনিসহ ভাটার স্থাপনা ভেঙে দেওয়া হয়।
এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী বলেন, লাইসেন্সসহ অন্য কোন অনুমোদন না থাকায় ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সাংবাদিকদের জানান।
এর আগে গত সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুস সামা তিনটি ইট ভাটায় অভিযান চালান।
অভিযান করে উপজেলার বহেড়াতৈল গ্রামে পূবালী ব্রিকস এর স্বত্বাধিকারী আব্দুর রহিমকে ২লক্ষ টাকা, বেড়বাড়ী জেডিএম ব্রিকস এর মালিক মো.আলমকে এক লক্ষ টাকা এবং একই গ্রামের এফ এফ থ্রি ভাটার মালিক নজরুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss