স্টাফ রিপোর্ট হাবিবুর রহমান সরাইল উপজেলা প্রতিনিধি
মোশাররফ হোসেন তথ্য চিত্রে ঘটনার বিবরণ জানা যায় তানিয়ার পরিবারের পক্ষ থেকে জানা যায় ১৬ বছর পূর্বে নোয়াগাও গ্রামের মৈশান বাড়ির মৃত অলি মৈশানের ছেলে উজ্জ্বল মৈশানের সাথে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়।
উজ্বল বর্তমানে কালীকচ্ছের মনিরবাগে স্থায়ীভাবে বসবাস করে।সে একজন নেশাগ্রস্থ, প্রতিবেশীদের বর্ননা পাওয়া যায় সে নেশা করে এসে বাড়িতে প্রায়ই সময় তার স্ত্রীকে নির্যাতন করত। বিয়ের পর থেকেই উজ্জ্বল তার স্ত্রীর উপর বিভিন্ন বায়না নিয়ে মারধোর করত। এরই মধ্যে তানিয়ার কোলে একে একে ৫টি সন্তান জন্ম নেয়। ৩ছেলে ও ২ মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে শত নির্যাতনে সহ্য করে স্বামীর সংসার করতে থাকে তানিয়া ।কিন্তু গত মঙ্গলবার রাতে উজ্জ্বল আবারও বেপরোয়া হয়ে তার স্ত্রীকে মারধর শুরু করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। সন্তানরা এলাকার মানুষের সাহায্য কামনা করলে ও কেউ এগিয়ে না আসায় বড় মেয়ে জয়া মৈশান ৯৯৯ কল করে তার মাকে বাচানোর আকুতি জানালে পুলিশ এসে তাকে উদ্ধার করে সরাইল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরন করে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে পারিবারিক ভাবে জানান।বর্তমানে তার লাশ ব্রাক্ষণবাড়িয়া মর্গে রয়েছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পালিয়ে গেছে। পরিবারের স্বজনরা জানান লাশ দাফন কাফনের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ মৃত তানিয়া নোয়াগাও গ্রামের শেখবাড়ির মরহুম শেখ ইনু মিয়ার কনিষ্ঠ কন্যা