আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুরে হানিফ সরদার বাড়ী স্পোটিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রায়পুর সরদার বাড়ীর গাদ্দাফির মাঠে খেলার আয়োজন করা হয়। রিয়াদ একাদশকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করে নাহিদ স্পোটিং ক্লাব। খেলায় প্রথম এবং দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটের মাথায় কোনো পক্ষ গোল দিতে পারে নি। টাইপেকারের মাধ্যমে ২-১ গোলে নাহিদ একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ান ট্রফি নাহিদের হাতে তুুলে দেন রায়পুর পৌর বিএনপির সদস্য সচিব সফিকুল আলম আলমাস। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সফিকুল আলম আলমাস বলেন আমরা একটি স্লোগান নিয়ে মাঠে নেমেছি , তারেক রহমানের স্লোগান মাধককে না বলি চলো ছুটে যাই মাঠে। সরদার বাড়ী যুব সমাজকে আর একটা খেলা আয়োজন করার জন্য ব্যক্ত করেন। এত সুন্দর শান্ত উৎসবমুখর পরিবেশে ফুটবল খেলা দেখে আমি অভিভূত হয়েছি। এরপর বিজয়ী ও পরাজিত দলকে তাদের নৈপূর্ণ প্রদর্শন করায় অভিনন্দন জানান এবং তাদের সাফল্য কামনা করেন। তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক ও মানুষিক বিকাশ ঘটায়। খেলাধুলা করলে শরীরের অলসতার পাশাপাশি মানুষিক বিপ্লব ঘটে এবং মাদক থেকে রক্ষা করে। যেহেতু বর্তমানে মাদক আমাদের দেশের যুব সমাজের জন্য কাল হয়ে দাড়িয়েছে। তাই আমরা সর্বদা চেষ্টা করবো যেন আমাদের সন্তানেরা আমাদের ভায়েরা যেন খেলাধুলার মধ্যে মনোনিবেশ করে। তাহলে আমাদের পরিবারের এবং দেশের জন্য মঙ্গল হবে। কারণ যুব সমাজেরা এ দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখতে পারে। তারা এ দেশের সম্পদ। তাই এই সম্পদ রক্ষার্থে আমাদের সকলকে সহযোগিতা করা উচিৎ বলে আমি মনে করি। খেলায় সভাপতি ইউনুস সরদার এবং জামাল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহের মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয়, এডভোকেট নোমান, আমির হোসেন, মোমিন সরদার, মোবারক সরদার, আজগর সরদার, মাইনুদ্দিন সরদার ,হারুন সরদার, জাহিদ জীবন, রাহাত হোসেন, হাবিব উল্লাহ সহ বাড়ির যুব সমাজ।