চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান করে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর একটা পয়তাল্লিশ মিনিটের দিকে চিলমারী উপজেলার রমনা ঘাটে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজিব। গ্রেপ্তার যুবকের নাম শামীম হোসেন (২৩)। তিনি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার পাথরডুবি ইউনিয়নের ময়দান গ্রামের বাসিন্দা আশরাফ আলী ছেলে। পুলিশ জানিয়েছে, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রমনা ঘাটে এলাকায় অভিযান চালিয়ে শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার সাথে থাকা ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আসামিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে৷ চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, গাঁজা ও ইয়াবাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার (২৯ জানুয়ারি) আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss