আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রায়পুরে থেলাসেমিয়া,সিজারিয়ান,সড়ক দূর্ঘটনা, অপারেশন সহ বিভিন্ন জরুরি প্রযোজনে রক্ত দানে তরুণদের উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ পৌর শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে অপারেশন করা হলেও নেই কোন ব্লাড ব্যাংক।
এতে করে জরুরী রক্তের প্রযোজন হলে বিপদে পড়ে মানুষ ছুটে যান সামাজিক সংগঠনের রক্তদাতাদের কাছে।সেই বিষয় বিবেচনায় নিয়ে রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বামনী সাইচা আল-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্টিত হয়৷ এই সময় দিন ব্যাপি প্রায় শতাধিক বিভিন্ন বয়সের মানুষের রক্তেরগ্রুপ নির্ণয় করা হয়।
আজ ১৮ই জানুয়ারী(শনিবার)সকাল ১০ ঘটিকা থেকে রক্তিম বন্ধু ব্লাড ক্লাব এর প্রতিষ্ঠাতা কে এস তারেক সহ পরিচালনা কমিটির সকল সদস্যদের সহযোগিতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কেম্পের আয়োজন করা হয়। উল্লেখ্য রক্তিম বন্ধু ব্লাড ক্লাব প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৪শত ৮জন রোগীর জন্য রক্ত প্রদান করেন।
উক্ত ক্যম্পের শুভ উদ্বোধন করেন ৭নং বামনী ইউনিয়নের জামায়াতের আমির মন্জুরুল কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং বামনী ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম মিয়াজি,ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন কাজী,শ্রমিক কল্যাণ সম্পাদক ওমর ফারুক, রক্তিম বন্ধু ব্লাড ক্লাবের উপদেষ্টা মাছুম বিল্লাহ, তানজিদ। জামায়াতের ইউনিয়নের যুব বিভাগের সভাপতি রাসেল সওদাগর প্রমুখ।
ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের রক্তের গ্রুপ নির্ণয়ে সার্বিক সহযোগিতা করেন,রায়পুর প্রাইম ডায়াগনস্টিক কমপ্লেক্সের পরিচালক দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক রেদোয়ান হোসেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss