শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

খুলনায় পুলিশ সুপারের হুঁশিয়ারি: বনদস্যু ও মাদক কারবারীদের ছাড় নেই

  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ Time View

কয়রা উপজেলা প্রতিনিধি,বিএম আলামিন ইসলাম :

খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেছেন, সুন্দরবনে বনদস্যু নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দোষীরা যত শক্তিশালী চক্রের সঙ্গে জড়িত থাকুক, সবাইকে আইনের আওতায় আনা হবে।

মাদক, ইভটিজিং ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরও জানান, সাধারণ জনগণ যেন পুলিশের মাধ্যমে হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে। কেউ হয়রানির অভিযোগ জানালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সেবায় পুলিশ সবসময় নিয়োজিত।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে কয়রা থানার আয়োজনে থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হক। এছাড়া বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বকস, প্রেসক্লাব সভাপতি শরিফুল আলম, প্রেসক্লাব কয়রার সদস্য সচিব কামাল হোসেন,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সুধী সমাবেশে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার বলেন, “জনগণের জন্য আমার দরজা সবসময় খোলা।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102